মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভালুকায় বিক্ষোভ মিছিল
- আপলোড সময়: ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ২৬৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ- ভারতে বিজেপি নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তি করার প্রতিবাদে এবং রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (১০ জুন) উপজেলার সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জুম্মার নামাজ শেষে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর নেতৃত্বে শান্তিপুর্ণ বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সিডষ্টোর কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশ করেন।এসময় সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি উবায়দুল্লাহ আল ফারাবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল হক, মুফতি মাওলানা মাহবুবুর রহমান নোমানী, আব্দুল ওয়াহাব, মাওলানা মুফতি প্রমূখ। সারাদেশের সাথে তালমিলিয়ে উপজেলার সদরসহ হবিরবাড়ী সিডষ্টোর বাজার ও স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় স্থানীয় রাসুল প্রেমিক তৌহিদী জনতাদের আয়োজনে জুম্মা বাদ বিভিন্ন মসজিদে মুসলিম জনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র নুপুর শর্মার এমন বক্তব্য গ্রহনযোগ্য নয়, একজন মুসলামান হিসেবে আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা নুপুর শর্মার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। সেই সাথে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এ ঘটনার রাষ্ট্রিয় ভাবে নিন্দা জানাতে সরকারের প্রতি আহবান জানান।