শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ইস্কান্দার সিকদার নামে এক চা বিক্রেতার জমি দখলের চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এসময় প্রতিপক্ষ দুলাল হাওলাদার ও তার ভাই ইউনুচ হাওলাদার ইস্কান্দার সিকদারের বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধলক্ষাধিক টাকার গাছ কর্তন করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে দুলাল ও তার দলবল পালিয়ে যায়।
জানাগেছে, উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত আঃ রাজ্জাক সিকদারের পুত্র পৌরশহরে চা বিক্রেতা ইস্কান্দার সিকাদার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ও ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু প্রতিবেশী বারেক হাওলাদারের পুত্র দুলাল হাওলাদার চা বিক্রেতার বসত বাড়ির মধ্যে জমি দাবী করে মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে নারিকেল, সুপারি ও কলাগাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধালক্ষাধিক টাকার গাছপালা কর্তন করে।
চা বিক্রেতার মেয়ে শিমু জানান, প্রতিপক্ষ দুলাল হাওলাদার ও তার ভাই ইউনুছ হাওলাদার মঙ্গলবার দুপুরে ১০/১২ জনের একটি দল নিয়ে শাবল, কোদাল ও দাও দিয়ে আমাদের গাছপালা কেটে ফেলে। এসময় আমি বাঁধা দিতে গেলে আমাকে খুন জখমের হুমকি দেয়।
ইস্কান্দার সিকদার জানান, প্রতিপক্ষরা গাছপালা কর্তন শেষে আমার জমির সীমানা (আইল) কোদাল দিয়ে ফসলী জমির সাথে মিশিয়ে দেয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।