ভালুকায় যায়যায়দিন’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী আলোচনা সভা
- আপলোড সময়: ০৯:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ২৯৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশের বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুন) সকালে ভালুকা প্রেসক্লাব কার্য্যালয়ে এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান লিটনের সভাপতিত্বে ও ভালুকা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কবি ড.সেলিনা রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খান, ভালুকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল বাশার শেখ, কালের কণ্ঠ প্রতিনিধি মোকলেছুর রহমান মনির, নয়া দিগন্ত প্রতিনিধি আসাদুজ্জামান ফজলু, মানবকণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, প্রথম আলো প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাত, এটি এন বাংলা প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শাহ্ মোহাম্মদ হাসান, খোলা কাগজ প্রতিনিধি আল-আমীন, গ্লোবাল টিভি প্রতিনিধি সাহিদুজ্জামান সবুজ, ভোরের পাতা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, এপেক্স ক্লাব অব ভালুকা প্রেসিডেন্ট মোকসেদুর রহমান মামুন, মফস্বল সাংবাদিক ফোরাম নেতা রাজু সরকার, সাংবাদিক খালেকুজ্জামান জিএম, আরিফুল ইসলাম, গণমুক্তি প্রতিনিধি বাবু প্রমুখ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে দৈনিক যায়যায়দিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।