শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ট্রাকের ধাক্কায় আহত সবজি ব্যবসায়ী মোঃ বাদশা মিয়া আকন (৬৩) মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত বাদশা মিয়া উপজেলার পাঁচশতকুড়া গ্রামের মৃত আঃ কাদের আকনের ছেলে। সে পৌর শহরের ৬নং ওয়ার্ড নিউমার্কেট ২২ ভিটিতে ভাড়া বাসায় বসবাস করত।
জানাযায়, পৌর শহরের সদর রোডের ট্রাফিক পয়েন্টে মঙ্গলবার সকালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা দিলে বাদশা মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেলে অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার রাতে ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় আইনানুগত ব্যবস্থা নেয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.