বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় হতদরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে নলকূপ স্থাপনের সময় অসতর্কতাবসত পিডিবির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪২) নামে এক টিউবওয়েল মেস্তরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার মল্লিকবাড়ি পূর্বপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার মল্লিকবাড়ি পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পে মল্লিকবাড়ি পশ্চিমপাড়া গ্রামে মৃত হোসেন আলীর ছেলে জামাল উদ্দিন নলকূপ স্থাপন করতে যান। এ সময় অসতর্কতাবসত উপরে থাকা পিডিবির সঞ্চালন লাইনের সাথে টিউবওয়েলের পাইপের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটানস্থলেই জামাল উদ্দিন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন জানান, বিষয়টি পুলিশকে জানানোর পর থানার অনুমোদনক্রমে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.