ভালুকায় বনভূমিতে বাউন্ডারি নির্মাণ কাজ করার অভিযোগে আটক-১
- আপলোড সময়: ০৯:০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ২৫৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের কাদিগড় বিটের অধীনে পাড়াগাও মৌজার গতিয়ার বাজার এলাকায় বনের দাবীকৃত জমিতে ডিবিএল ফ্যাক্টরীর নির্মাণাধীন কাজে বনবিভাগের বাধা প্রদান ও বনভূমিতে নির্মাণ কাজ করার অভিযোগে জমাল উদ্দিন (২৫) কে আটক করেছে স্থানীয় বনবিভাগ। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (০২ জুন) সকালে উপজেলার পাড়াগাঁও মৌজার ৪৮৩ দাগে বনের দাবীকৃত জমিতে ডিবিএল ফ্যাক্টরীর বাউন্ডারি নির্মাণ কাজ শুরু করে সংবাদ পেয়ে স্থানীয় বনবিভাগ ঘটনা স্থলে গিয়ে ওই নির্মাণ কাজ বাধা প্রদান করেন এবং এ সময় লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দুয়ানিগ্রামের আব্দুল মান্নানের ছেলে জমাল উদ্দিন নামে একজন কে আটক করে স্থানীয় বনবিভাগ। কাদিগড় বিট অফিসার মো. ফিরুজ আল-আমীন বলেন বনভূমিতে কাজ করতে ছিলো আমরা বাধা দিয়ে ভ্যাকু চালককে আটক করেছি, এবং কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।