সংবাদ শিরোনাম :
ভালুকায় গাছ কাটতে গিয়ে ডাল ভেঙ্গে বৃদ্ধের মৃত্যু

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ৩১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় গাছ কাটার সময় গাছের ডাল ভেঙ্গে পড়ে গিয়ে সুরুজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ মে) সন্ধায় উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ বাজার এলাকায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ।
নিহতের স্বজনরা জানায় ঘটনার সময় বাড়ীর অদূরে একটি আকাশ মনি গাছ কাটতে যায় সে। এ সময় হঠাৎ ডাল ভেঙ্গে নীচে পড়ে ইটের সাথে আঘাত পায়। পরে এলাকাবাসী খোঁজ পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তাঁর মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল হোসেন জানান, বৃদ্ধ সুরুজ মিয়া গাছ কাটতে গিয়ে গাছের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেন। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :