সংবাদ শিরোনাম :
ভালুকায় হয়রানি মুলক মামলার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৯:৪৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ৩৯১ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম সবুজঃ- ময়মনসিংহের ভালুকায় চেয়ারম্যানের ছেলে আশিক আমিন খানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শিহাব আমিন খান।শনিবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলা যুবলীগের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মো.শিহাব আমিন খান বলেন, একটি কুচক্রীমহল তাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার জন্য তার ছেলে আশিক আমিন খানকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি ওই মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- ভালুকা উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দসহ অনেকেই।
ট্যাগস :