ভালুকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান
- আপলোড সময়: ০৭:১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ২৩০ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ি মৌজার ৩৫৪ দাগের দখলকৃত বনভূমিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় বনবিভাগ। বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানাযায় (২৯ এপ্রিল) শুক্রবার ভোরে স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় বনভূমিতে বাউন্ডারি ওয়াল নির্মান শুরু করে খবর পেয়ে স্থানীয় বনবিভাগ ভেঙ্গে গুরিয়ে দেয়। এসময় ভালুকা রেঞ্জ অফিসার মো.রইছ উদ্দিন নেতৃত্বে হবিরবাড়ী বিট অফিসার আবু হাসেম চৌধুরীসহ হবিরবাড়ী বিটের সকল স্টাফ অংশ নেয়। ভালুকা রেঞ্জ অফিসার রইছ উদ্দিন বলেন দখল কৃত বনভূমি উদ্ধার কর হয়েছে, আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আমরা চাই আপনারা আমাদের সহযোগিতা করেন। যারা বনভুমি দখল করবে কাউকেই ছাড় দেয়া হবেনা। আইনগত ব্যবস্থা নেওয়া হবে সকল বন দখল কারিদের বিরুদ্ধে।
সেই সাথে কেউ যদি বনের জমি জবরদখল করার চেষ্টায় লিপ্ত থাকে তাদেকে আইনের আওতায় আনা হবে।।