ভালুকায় শ্রমিকদলের ইফতার মাহফিল
- আপলোড সময়: ০৩:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ২৩৪ বার পড়া হয়েছে
মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় উপজেলা শ্রমিকদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ এপ্রিল উপজেলার বর্তা পুর্বপাড়া মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভালুকা উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা শ্রমিকদলের সদস্য মো. মতিউর রহমান মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আলী আকবর খান শিল্পী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মো. শামছুল হক, যুগ্ম আহবায়ক মো. আশেক উল্লাহ, সিবিএ শ্রমিক নেত্রী মোছাঃ দিলরুবা আক্তার ও মো. মোশারফ হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা শ্রমিকদলের সদস্য মো. রফিকুল ইসলাম, মো. ইউনুস আলী, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জহিরুল ইসলাম মাসুদ, মো. জালাল উদ্দিন, মো. জামান ব্যাপারী প্রমূখ। এছাড়াও ইফতার মাহফিলে অংশগ্রহন করেন, উপজেলার ভালুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হাতেম খান, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ফিরোজ আহমেদ, গফরগঁাও উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শেখ মো. ফরহাদ-সহ ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পযার্য়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।