সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজ্বী শহিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও অপপ্রচারের অভিযোগ আন্দোলনে আহত শিক্ষার্থীর পাশে গাজীপুর ইউনিয়ন বিএনপি সালথা ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পথ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শামা ওবায়েদের নামে মিথ্যা হত্যা মামলা দেওয়ায় নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সালথায় ছাত্র অধিকার পরিষদের ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল শামা ওবায়েদের পক্ষে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে নাগরিকদের ভোগান্তি চরমে !

জয়দেবপুর-ময়মনসিংহ ফোরলেন সড়ক ভালুকা অংশে চলেছে ধীরগতির সংস্কার কাজ: ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৭.১৭ এএম
  • ২১০ বার পাঠিত

বিশেষ প্রতিনিধিঃ- জয়দেবপুর-ময়মনসিংহ ফোরলেন সড়কের ভালুকা অংশের বাসস্ট্যান্ড থেকে প্রায় থানামোড় পর্যন্ত ১৮৬ মিটার সড়কের পূর্ব অংশে দুইলেন বন্ধ করে প্রায় এক মাস ধরে ধীরগতিতে সংস্কার কাজ করায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দুরপাল্লার যানবাহনের যাত্রীসাধারণ ও পথচারীরা। ঈদের কারণে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করেছে।

সরেজমিন দেখা যায়, ঢাকাগামী বিভিন্ন ধরেণের যানবাহন ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ইউটার্ন দিয়ে মহাসড়কের পশ্চিম পাশদিয়ে যেতে হচ্ছে। অপরদিকে ময়মনসিংহগামী যানবাহন ইউটার্ন পর্যন্ত আসতেই ঢাকাগামী ও ময়মনসিংহগামী যানবাহন মুখোমুখি হয়ে ভালুকা অংশে প্রায় যানজটের সৃষ্টি হয়। এমনকি এই অংশে গাড়ি ধীরগতিতে চলার কারণে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে তিন থেকে চারগুণ সময় লেগে যায়। দুরপাল্লার যাত্রীবাহি বাসের চালক ও হেলপারগন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা থেকে ভালুকা পর্যন্ত চলে আসলেও সংস্কার কাজের কারণে এখানে এসে থেমে যেতে হয়। যেভাবে কাজ চলছে ঈদের ছুটিতে মহাসড়কের এই অংশে গাড়ির চাপ আরো বাড়বে। এমনকি সড়কের এই অবস্থা চলমান থাকলে এ পথের ঘরমুখোা মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হবে।
পথচারী ও স্থানীয়রা জানান, প্রায় ১১ বছর আগে ভালুকা অংশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মধ্যদিয়ে ফোরলেনের কাজটি করা হয়, যার কারণে এই কয়েক বছরেই রাস্তাটি দেবে গিয়ে এমনকি বড় বড় খদের সৃষ্টি হয়ে যানচলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ে। এই অংশে সংস্কার কাজটি অরো এক মাস পূর্বে শুরু হলে, ঈদে ঘরমুখো মানুষদের চরম দুর্ভোগের শিকার হতে হতোনা।
ময়মনসিংহ সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ফোরলেন সড়কের ভালুকা অংশের অবস্থা খুব খারাপ হয়ে পড়ায় ঠিকাদারী প্রতিষ্ঠান রিলেয়েবল বিল্ডার্স লিমিটেড ময়মনসিংহের সিকারীকান্দায় যে কাজটির কার্যাদেশ পেয়েছেন, তা থেকে রাস্তা কেটে এনে ভালুকা অংশের পূর্বপাশে ১৮৬ মিটার সংস্কার করা হচ্ছে। প্রায় এক মাস পূর্বে সংস্কার কাজটি শুরু করা হলেও আগামী ১৪ মে যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারবো বলে ধারণা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদের সময়টায় ঘরমুখো মানুষদের একটু ভূগান্তিতো হতেই পারে।
উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে সহজতর, আরামপ্রদ, নিরাপদ ও যানজটমুক্ত করার লক্ষ্যে ২০১০ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ৮৭ দশমিক ১৮ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণের লক্ষ্যে ৯০২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়। পরবর্তীতে কাজ শুরু করতে বিলম্ব হওয়ায় নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় প্রকল্পের সংশোধিত ব্যয় ১ হাজার ৮০০ কোটি টাকায় গিয়ে ঠেকে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs