বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সীমান্ত এলাকায় অবস্থিত এসকিউ বিরিকিনা সেলসিয়াস লিঃ (কালার মাস্টার) ফ্যাক্টরীতে ঈদের ছুটিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়ায় রবিবার বিকাল সাড়ে তিনটায় শ্রমিকরা ফ্যাক্টরীর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ করে ধাওয়া করলে শ্রমিকরাও পুলিশকে পাল্টা ধাওয়া করে। পরে পুলিশ রাবার ফাঁকা গুলি ছুড়লে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে। আন্দোলরত শ্রমিকরা জানান, তারা ওই ফ্যাক্টরীতে বিভিন্ন সেকশনে প্রায় তিন হাজার শ্রমিক ঈদের ১০ দিন ছুটির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে থাকে এক পর্যায়ে কোন সমাধান না পেয়ে সাড়ে তিনটায় সড়ক অবরোধ করে।ভালুকা মডেল থানা পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত হামলা করলে নারী শ্রমিকসহ কয়েকজ আহত হলে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ পিছু হাটে পরে শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এঘটনায় সোয়া দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চলাচল বন্ধ থাকে।পরে শিল্প পুলিশের সহযোগিতায় কারখানা কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের ছুটি ১০দিন মঞ্জুর করলে শ্রমিকরা রাস্তা থেকে অবরোধ তুলে নেন।