আতাউর রহমান তরফদার,বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া দেয়ালিয়া পাড়া গ্রামে বসতবাড়ী ও একটি হাফিজিয়া মাদ্রাসায় যাতায়াতের পথে দুই স্থানে কাঁটাতার ও বাঁশ জালের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। রাস্তা বন্ধ করে দেয়ায় হাট বাজারে যেতে না পেরে মাদ্রাসার প্রায় ৬০ জন আবাসিক ছাত্র ও শিক্ষকের ইফতার, রাতের ও সেহেরী খাবারে ব্যাপক সমস্যা হচ্ছে। এ ব্যাপারে ওই গ্রামের শেখ মোঃ রফিকুজ্জামান বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
২২ এপ্রিল শুক্রবার সরজমিন এলাকাবাসী সূত্রে জানাযায় হাফিজিয়া মাদ্রাসার জমিদাতা দেয়ালিয়া পাড়া গ্রামের মরহুম কুদরত আলী শেখের ছেলে শেখ মোঃ রফিকুজ্জামান ও তার অন্যান্য ভাইয়েরা মিলে তাদের বাড়ী, মাদ্রাসায় ও মহল্লা মসজিদে যাওয়া আসার বহু পুরানো রাস্তার সংস্কার কাজ শুরু করেন। স্থানীয় কয়েকটি বাড়ী ও মাদ্রাসা ছাত্রদের চলাচলের সুবিধার্থে তারা নিজস্ব অর্থায়নে মাটি ফেলে রাস্তার প্রসস্ত করন শুরু করলে প্রতিবেশী মরহুম আঃ মান্নানের ছেলে জালাল উদ্দীন লোকজন নিয়ে বাধা প্রদান ও মাটি সরিয়ে রাস্তার ক্ষতি সাধন করে। রাস্তার এক অংশে কাঁটাতার ও আরেক অংশে বাঁশ ও জালের বেড়া দিয়ে সম্পুর্ণ বন্ধ করে দেওয়ায় শতাধিক ছাত্র ও এলাকার বেশ কিছু পরিবার এক রকম অবরুদ্ধ হয়ে পরেছে। অপরদিকে এর আগে এ বিষয়টি মিমাংসার চেষ্টা করে এলাকাবাসী ব্যর্থ হয়েছে। দেয়ালিয়াপাড়া দাওয়াতুল হক ইসলামী কিন্ডার গার্টেন ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সফিকুল ইসলাম জানান রাস্তাটি বহুকালের পুরানো। মানুষের বাড়ীঘর, মাদ্রাসা ও মহল্লা মসজিদে যাওয়া আসার রাস্তা বন্ধ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রাস্তাটি খুলে দেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে জালাল উদ্দীন জানান রাস্তায় তাদের জমি রয়েছে তারা জমি দিবেনা।