বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১২ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় ইজাদারের ওপর হামলা চালিয়ে টাকা লুটের অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ১২.৫৫ পিএম
  • ১৩৮ বার পাঠিত

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা বাজারের ইজারাদার ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা ও টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ইজারাদার ও সাপলেজা ইউনিয়ন আ‘লীর সাধারণ সম্পাদক মজিবর মোঃ মোল্লা শনিবার সকালে শহরের ব্যাংক পাড়াস্থ আ‘লীগ অফিসে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৪২৯ বঙ্গাব্দে যথা নিয়মে সাপলেজা বাজারের ইজারা পেয়ে ১লা ˆবশাখ (১৪ এপ্রিল) সকালে বাজারে খাজনা আদায় করতে যান। এসময় স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্ধনে ওই বাজারের সাবেক ইজারাদার রুহুল আমীন ও তার পুত্র সবুজ সহ ১০/১২ জনের একটি দল ইজারার টাকা তুলতে বাঁধা দেয়। এক পর্যায়ে তারা নববর্ষে টহলরত পুলিশের উপস্থিতিতে তাকে এবং টাকা আদায়কারী ফারুক হোসেন ও সোলায়মানসহ তিনজনকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নেয়।
সংবাদ সম্মেলনে পৌর আ‘লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আ’লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, পৌর আ’লীগ সহ-সভাপতি পংকজ সাওজাল, সাপলেজা ইউনিয়ন আ’লীগের সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি হুমায়ুন কবির, আহত সোলায়মান ও ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তবে প্রতিপক্ষ সাবেক ইজারাদার রুহুল আমীন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs