ময়মনসিংহ ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৭:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • / ২৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের কাদিরগড় বিটের অধীনে জনৈক আঃ রশিদ বনভূমি জবরদখল করে ফ্যাক্টরি বাউন্ডারি ওয়াল নির্মান শুরু করলে খবর পেয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় বনবিভাগ।বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানাযায় গত (০৯ এপ্রিল ) শনিবার সকালে ভালুকা রেঞ্জের কাদিগড় বিটের বনবিজ্ঞপ্তিত পাড়াগাও মৌজার ০৩, ৩৭নং দাগে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের, আঃ রশিদ বনবিজ্ঞপ্তিত বনভূমি জবরদখল করে ফ্যাক্টরীর বাউন্ডারি ওয়াল নির্মান শুরু করে।খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন আহমেদের নেতৃত্বে কাদিগড় বিটের বিট কর্মকর্তা মো: ফিরোজ আল-আমিন এবং হবিরবাড়ী বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী ও সংগীয় ষ্টাফসহ অবৈধ স্থাপনা বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দেয়া হয় এবং নির্মাণ কাজে ব্যবহ্নত সরঞ্জামাদি জব্দ করা হয়।ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন আহমেদ বলেন, আমি এখানে যোগদানের পর কয়েকটি অভিযান করেছি, সরকারি বনভূমি রক্ষার্থে আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। পর্যায়ক্রমে সকল জবরদখল কারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান

আপলোড সময়: ০৭:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের কাদিরগড় বিটের অধীনে জনৈক আঃ রশিদ বনভূমি জবরদখল করে ফ্যাক্টরি বাউন্ডারি ওয়াল নির্মান শুরু করলে খবর পেয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় বনবিভাগ।বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানাযায় গত (০৯ এপ্রিল ) শনিবার সকালে ভালুকা রেঞ্জের কাদিগড় বিটের বনবিজ্ঞপ্তিত পাড়াগাও মৌজার ০৩, ৩৭নং দাগে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের, আঃ রশিদ বনবিজ্ঞপ্তিত বনভূমি জবরদখল করে ফ্যাক্টরীর বাউন্ডারি ওয়াল নির্মান শুরু করে।খবর পেয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন আহমেদের নেতৃত্বে কাদিগড় বিটের বিট কর্মকর্তা মো: ফিরোজ আল-আমিন এবং হবিরবাড়ী বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী ও সংগীয় ষ্টাফসহ অবৈধ স্থাপনা বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দেয়া হয় এবং নির্মাণ কাজে ব্যবহ্নত সরঞ্জামাদি জব্দ করা হয়।ভালুকা রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন আহমেদ বলেন, আমি এখানে যোগদানের পর কয়েকটি অভিযান করেছি, সরকারি বনভূমি রক্ষার্থে আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। পর্যায়ক্রমে সকল জবরদখল কারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।