মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার
- আপলোড সময়: ০১:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ২৩৯ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সুমি আক্তার (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত সুমি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। সে স্থানীয় মিঠাখালী গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার ৮ ম শ্রেণির ছাত্রী।
সুমির বাবা সেলিম হাওলাদার জানান, সোমবার সকালে আমরা স্বামী-স্ত্রী বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সকাল সাড়ে নয়টার দিকে ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুমিকে ঝুলতে দেখে ডাক চিৎকার করি। পরে স্থানীয়রা এসে সুমিকে নিচে নামালে আমরা তাঁকে দ্রæত হাসপাতালে নিয়ে আসি।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সুমির মৃত্যু হয়েছে।
সুমির চাচাতো বোন রুমানা আক্তার বলেন, সুমি কয়েক দিন ধরে অসংলগś কথাবার্তা বলে আসছিল।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য উদঘাটিত হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।