মঠবাড়িয়াকে দ্বিখন্ডিত করার গুজব ছড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- আপলোড সময়: ০১:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ৩৪৩ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়াকে দ্বিখন্ডিত করার গুজব ছড়িয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টার বিরুদ্ধে রোববার সকালে শহরের ব্যাংকপাড়া আওয়ামীলীগ অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩১ মার্চ কতিপয় স্বার্থান্বেসী রাজনৈতিক ব্যক্তি মঠবাড়িয়াকে দ্বিখন্ডিত করার গুজব ছড়িয়ে মঠবাড়িয়াবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিলেন। যা বর্তমান জনবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উনśয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীরা দলীয় নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুন্ন করে হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টায় গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। পাশাপাশি জামায়ত-বিএনপিকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি ও জামায়ত নিয়ে কোনো আওয়ামীলীগ কর্মী আন্দোলন সংগ্রাম করতে পারে না। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ,কে,এম সেলিম মিয়া, মঠবাড়িয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আরিফ উল হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, আ’লীগ নেতা ফজলুল হক মনি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ, ইউ, পি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফজলুল হক খান রাহাত, নাসির হোসেন হাওলাদার, দেলোয়ার হোসেন আকন, আবু হানিফ, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, রিয়াজুল আলম ঝনো প্রমুখ উপস্থিত ছিলেন।