মঠবাড়িয়ায় ৫ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ দুই ভাইয়ের
- আপলোড সময়: ০৩:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ২০৫ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বহুজাতিক কোম্পানী ইউনিলিভারের পন্য বিক্রি করতে গিয়ে শুভ মিস্ত্রী (২৪) ও সাগর মিস্ত্রী (২১) নামে দুই ভাই নিখোঁজের ৫ দিনেও খোঁজ মেলেনি। এ ঘটনায় তাদের বাবা সুভাষ চন্দ্র মিস্ত্রী মঠবাড়িয়া থানায় একটি জিডি করেছেন। সুভাষ চন্দ্র মিস্ত্রী উপজেলার নলী চান্দুখালী গ্রামের মৃত. দীনবন্ধু মিস্ত্রীর ছেলে।
জিডি ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৫ এপ্রিল মঙ্গলবার সকালে মঠবাড়িয়া পৌর শহরের টিএন্ডটি রোডস্থ ইউনিলিভার কোম্পানীর অফিস থেকে বিভিন্ন পন্য বিক্রয়ের জন্য পার্শ্ববর্তী বাগেরহাট জেলার শরণখোলা (রায়েন্দা) এর উদ্দেশ্যে যান। দিন শেষে ফিরে আসার কথা থাকলেও গত ৫ দিনে ফিরে আসেনি এমনকি তাদের সাথে থাকা ০১৭৫২২৯২৬৩১-এ নম্বরের মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।
তাদের ড্রাইভার সোহেল মুঠোফোনে জানান, ওই দিন শুভ মিস্ত্রী ও সাগর মিস্ত্রী শরণখোলা উপজেলা শহর ও আশপারের বাজারে পৃথক ভাবে মাল সাপ্লাইদেয় এবং টাকা কালেকশন করেন। সন্ধ্যার আগে তাদেরকে শরণখোলা বাজারে ছেড়ে দেয়া হয়েছে। সন্ধ্যা ৬ টার খেয়ায় তাদের বাড়ি বা অফিসে ফেরার কথা ছিলো। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদলজিডির সত্যতা নিশ্চিত করে বলেন, ইতো মধ্যে দেশের সকল থানায় বার্তা পৌঁছানো হয়েছে। শুভ মিস্ত্রী ও সাগর মিস্ত্রীকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।