ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী হেল্পলাইন “একতাই শক্তি, লক্ষ্য মানবতা” স্লোগানকে সামনে রেখে গ্রুপের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় মল্লিকবাড়ী হেল্পলাইননের প্রতিষ্ঠাতা মালয়েশিয়া প্রবাসী মোঃ জামাল হোসাইন এর সার্বিক সহযোগিতায় ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে প্রায় শতাধিক, দরিদ্র ,অসহায়, পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মল্লিকবাড়ি হেল্পলাইন গ্রুপের সিনিয়র এডমিন রফিকুল ইসুলাম রিটন,এডমিন প্যানেলের পরিচালক মোঃ রাজু ঢালী,আমন্ত্রিত অতিথি আলমগীর মিয়া এবং এডমিন দেলোয়ার, সাগর, তানভীর, সজিব হাসান, নাঈম, রাসেল সহ প্রমুখ।