মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন মির্মানাধীন নিরাপত্তা দেয়ালের বিভিন্ন পয়েন্টে পকেট গেট নির্মাণ করার দাবিতে রবিবার সকাল ১১টায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট সংলগ্ন এলাকায় প্রায় দুই শতাধিক ভুক্তভোগী পরিবার মানববন্ধন করেছে।
জানা গেছে, কিছুদিন যাবত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তার খাতিরে দেয়াল নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বাসা বাড়ির স্থানীয় লোকজন দেয়াল নির্মাণ এর কারণে বিপাকে পড়বেন।
তাই বাসা বাড়ির স্থানীয়রা নিরাপত্তা দেয়ার নির্মাণে ৫/৬ টি পকেট গেট নির্মাণ করার দাবি জানিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি কুসুম ,
ত্রিশাল পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহিন আলম, কামরুল ইসলাম বাচ্চু মাস্টার , আহমদ আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.