ভালুকায় লাউতি খালথেকে মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
- আপলোড সময়: ১২:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ২৫১ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর লাউতি খাল থেকে প্রতিবন্ধী যুবক সুকান্ত (২৫) এর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সুকান্ত উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের শ্রী রতন এর ছেলে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের শ্রী রতন এর মানসিক প্রতিবন্ধী ছেলে সুকান্ত বেশ কিছুদিন যাবৎ মানসিক প্রতিবন্ধী সে লাউতি খালের নিচে গর্ত করে ব্রীজের নিচে থাকত বলে তার বাবা জানান তিনি আরো জানান সুকান্ত ওই খালের ময়লা যুক্ত পানি পানকরতো এবং ময়লা খাবার খেয়ে থাকে আমরা আনেক চেষ্টা করেিেছ তাকে বাড়ীতে রাখতে সে বাড়ীতে থাকেনা ।
শুক্রবার (০১এপ্রিল) বিকেল ৩টায় খালে যুবককে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানা তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলাযাবে তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্য হয়েছে।