মোহাম্মদ সেলিমঃ– পুরস্কার পেলেন সজীব আহমেদসহ ১০ জন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কনফারেন্স কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানসহ অন্য অতিথিদের কাছ থেকে পুরস্কার পেলেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক সজীব আহমেদ।
দেশে ভোক্তা অধিকার সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক সজীব আহমেদসহ ১০ জন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) কনফারেন্স কক্ষে ভোক্তা অধিকার সম্মেলন-২০২২ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব কবীর মিলন, ভোক্তা অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক এম জাকির হোসেন খান প্রমুখ। সম্মেলনে আহ্বায়ক ছিলেন সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। পুরস্কার হিসেবে ক্রেস্ট ও আর্থিক সম্মানীর চেক দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজিউমারস সোসাইটি (সিসিএস) এবারই প্রথম তিন ক্যাটাগরিতে ১০ সাংবাদিককে পুরস্কার দিয়েছে। পত্রিকা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের সজীব আহমেদ, ডেইলি স্টারের মওদুদ আহমেদ সুজন, যুগান্তরের ইয়াসিন রহমান। টেলিভিশন ক্যাটাগরিতে সময় টেলিভিশনের জুবায়ের ফয়সাল, একাত্তর টেলিভিশনের সাজিদ সরকার, মাছরাঙা টেলিভিশনের ওবায়দুল কবির, দেশ টেলিভিশনের ফখরুল ইসলাম। অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে বাংলাট্রিবিউনের উদিসা ইসলাম, বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের আতিকুর রহমান ফয়সাল ও ঢাকা পোস্টের শফিকুল ইসলাম।