ভালুকায় ‘জামিরদিয়া ন-পাড়া ব্লাড ফাউন্ডেশন’র ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
- আপলোড সময়: ১২:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ২০৯ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টাঃ ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছায় রক্তে দানে উৎসাহিত করার লক্ষ্যে ‘জামিরদিয়া ন-পাড়া ব্লাড ফাউন্ডেশন’র আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়।
উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড়, স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনব্যাপী এই গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠানে ‘জামিরদিয়া ন-পাড়া ব্লাড ফাউন্ডেশন’র সভাপতি শিমুল আহাম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সুজনের সঞ্চালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হোসেন আলী সরকার একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আলাউল কবির আলাল, জামিরদিয়া আইনুল উলুম দাখিল মাদ্রাসার সহঃসুপার মাওঃ মাহফুজুর রহমান, সংগঠনের সহঃসভাপতি জান্নাতুল ইসলাম স্বপন, জান্নাতুল ফেরদৌস, আব্দুল মতিন, মামুনুর রাশেদ মামুন, আব্দুল্লাহ আল মাহিম, সুমন মিয়া, মাহমুদুল হাসান রনি, ফরহাদ মিয়া, সাকিব, উবাইদুল্লাহ, রাকিবুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জামিরদিয়া ন-পাড়া ব্লাড ফাউন্ডেশন’ মাওনা পপুলার মেডিকেল সেন্টারের সার্বিক সহযোগীতায় হোসেন আলী সরকার একাডেমী ও জামিরদিয়া আইনুল উলুম দাখিল মাদ্রাসার প্রায় ১০০০ ছাত্র ছাত্রী সহ স্থানীয়দের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।