প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের লাইনম্যানের আত্মহত্যা

- আপলোড সময়: ১২:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ৫৩১ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ, পিরোজপুর প্রতিনিধিঃ প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে মঠবাড়িয়া পল্লী বিদ্যুত অফিসের লাইনম্যান আশিকুর রহমান রাসেল (২৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ নিহত আশিকুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের আরামবাগ এলাকায়। নিহত আশিকুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আঃ রাজ্জাক মিয়ার পুত্র।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, আশিকুর রহমান রাসেল গত দুই মাস পূর্বে মঠবাড়িয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসে লাইনম্যান হিসেবে যোগদান করেন। এরপর তিনি মঠবাড়িয়া শহরের আরামবাগ এলাকার জামাল মিয়ার বাসা ভাড়া নিয়ে সহকর্মীদের সাথে বসবাস করতেন। বুধবার সকালে সহকার্মীদের সাথে অফিসে যান। পরে সহকর্মীরা কাজে গেলেও তিনি অফিসে বসে থাকেন। একপর্যায়ে শারীরিক অসুস্থ্যতার কথা বলে দুপুর সাড়ে ১২টার দিকে অফিস থেকে বাসায় আসেন। সহকর্মীরা বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় গিয়ে দরজা বন্ধ দেখে ধাক্কা দেয়। এসময় দরজা খুলে গেলে আশিকুরের লাশ ঝুলতে দেখে এবং খাটে তার নিজ হাতে লেখা একটি চিরকুট দেখতে পায়। চিরকুটে লেখা ছিল ‘‘আমি মোঃ আশিকুর রহমান (রাসেল) আমি নিজের ইচ্ছায় আমার ৭০ কেজি দেহটা দঁড়িতে ঝুলিয়ে দিচ্ছি। এখানে কারো কোন দোষ নেই। দয়া করে আমার বডিটা পোষ্টমর্টেম করবেন না। আমি আমার জীবন নিজেই শেষ করে দিতেছি। আমি এক বেইমানকে ভালোবেসে ছিলাম তাই আজ চলে যেতে হলো’’। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আঃ হালিম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আশিকুর প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন। মঠবাড়িয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নিত্যানন্দ কুন্ডু জানান, আশিকুর মাস দুইয়েক আগে মঠবাড়িয়া অফিসে যোগদান করেন। আত্মহত্যার ঘটনা শুনে ভাড়াটিয়া বাসায় আসি এবং তার স্বজনদের খবর দেই। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুর ইসলাম বাদল জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং নিহত আশিকুরে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।