বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডষ্টোর বাজার এলাকায় এক প্রতিবন্ধী ও নিরিহ পরিবারের বাড়ীর ফটকের সামনে মাটি ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় ওই পরিবারটি অবরুদ্ধ হয়ে পরেছে। প্রতিবন্ধী ওই মহিলাকে অবরুদ্ধ করে ভিটা বাড়ী দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে।
এ ব্যাপারে বাড়ীর মালিক প্রতিবন্ধী হালিমার স্বামী ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
(২০ মার্চ) রোববার সরজমিন গিয়ে দেখা যায় ভূক্তভোগি সোহেল রানা কবিরের বাড়ীর টিনের ফটকের সামনে মাটি ফেলে উঁচু করে রাখা হয়েছে। এ সময় সোহেল মিয়া ও তার প্রতিবন্ধী স্ত্রী হালিমা জানান প্রতিবেশী প্রভাবশালী বিএনপি নেতা হাবিবুর রহমান জোর খাটিয়ে তার বাড়ীর সামনে মাটি ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। তারা জানায় প্রায় ২০ বছর পূর্বে হাবিবুর রহমানের মাতা হামিদা খাতুনের নিকট হতে পোনে ৭ শতাংশ জমি ক্রয় করে হাফ বিল্ডিং বাড়ী করে বসবাস করে আসছেন। গত ১৯ মার্চ হাবিবুর রহমান জনৈক নোমানের চেম্বারে জোর পূর্বক তাকে নিয়ে জানের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এ ব্যাপারে হাবিবুর রহমান দম্বের সাথে জানান তিনি তার জমিতে মাটি ফেলেছেন বাড়ী করবেন এ ব্যাপারে কার কি বলার থাকতে পারে। সোহেলের পরিবার কোনদিক দিয়ে বাড়ী হতে বের হবে সেটা তার জানার বিষয় নয়।