ত্রিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত
- আপলোড সময়: ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ২৬৮ বার পড়া হয়েছে
ত্রিশাল থেকে মোহাম্মদ সেলিম:– ময়মনসিংহের ত্রিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ই মার্চ উপজেলা পরিষদ হল রুমে ত্রিশাল উপজেলা নির্বাহি কর্মকর্তা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মাহমুদ , ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক, শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা মো জাহিদ খান ভোলা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা হারুন অর রশিদ সহ আরো অনেকে।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।