মঠবাড়িয়ায় পরকীয়ায় বাঁধা দেয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন: ঘাতক স্বামী আটক

- আপলোড সময়: ০১:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ২৪০ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকীয়ায় বাঁধা দেয়ায় আয়েশা আক্তার (৩০) তিন সন্তানের জননীকে হাতুড়ি পেটা করে খুন করেছে মোঃ মামুন মিয়া নামে এক পাষন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মঠবাড়িয়া পৌর সভার ৬নং ওয়ার্ডের রুপনগর এলাকায়। এঘটনায় পুলিশ ঘাতক স্বামী মামুন (৩৬) কে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌরসভার রুপনগর এলাকার রফিকুল ইসলাম বাচ্চুর ভাড়াটিয়া ফার্নিচার ব্যবসায়ী মামুন জনৈক তানিয়া নামে এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এতে মামুনের স্ত্রী আয়েশা বাঁধা দেয়ায় মামুন তাকে প্রায়ই মারধর করত। সোমবার এনিয়ে পুনরায় ঝগড়া বিবাদ দেখা দিলে ঘাতক মামুন লোহার হাতুড়ি দিয়ে স্ত্রী আয়েশাকে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে স্বজনরা আয়শাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শের-ই-বাংলায় নেয়ার পর আয়েশা মারা যান। মঠবাড়িয়া থানার অফিসার ইনাচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘটনায় নিহত আয়েশার মা মমতাজ বেগম বাদী হয়ে ঘাতক মামুন ও তার পরকীয়া প্রেমিকা তানিয়াকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক মামুনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।