ভালুকায় নদী-খাল-জলাশয় রক্ষায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড সময়: ০৯:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ২০৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: ‘আমার খীরু আমার জীবন, বাঁচাও তারে বন্ধ কর দূষণ’ এ শ্লোগান কে সামনে নিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২২ উদযাপন উপলক্ষে নদী-খাল-জলাশয় রক্ষায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা আঞ্চলিক শাখার উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ভালুকা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বাপা’র সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানের সভাপতিত্বে ও বাপা’র সদস্য সচিব ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সঞালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বাপা’র সদস্য অধ্যক্ষ, এ আর এম শামছুর রহমান লিটন, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, বাপা’র সদস্য মাহমুদা আক্তার মুন্নি।