মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে সেচ্ছাসেবক দলের নব-গঠিত ত্রিশাল উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
জানাগেছে গত ২২ ফেরুয়ারী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষর করে স্বেচ্ছাসেবক দল ত্রিশাল উপজেলা শাখা কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটি থেকে ৫ জন সদস্য জেলা কমিটি বরাবর লিখিত আবেদন করে নিজ ইচ্ছায় তারা পদত্যাগ করেন। পদত্যাগ কারীরা হলেন সদস্য ফেরদৌস রহমান রাতুল,সদস্য হাবিবুল্লাহ মুজাহিদ,সদস্য মজিবুর রহমান,সদস্য মোশারফ হোসেন এবং সদস্য এনামুল হক।
পদত্যাগ পত্রে সদস্যরা উল্ল্যেখ করেন যে তারা তারা দীর্ঘদিন যাবত ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হয়ে কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতেও কাজ করে যাবেন। কিন্তু বর্তমান কমিটিতে কিছু স্বার্থন্বেষী লোকেরা মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অরাজনৈতিক লোক দিয়ে বর্তমান কমিটি অনুমোদন করিয়েছেন। যে কমিটি দলের জন্য ভবিষ্যৎ হুমকীর স্বরূপ বলে তারা মনে করেন। তাই দলের স্বার্থে তারা উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবি জানিয়ে নিজেদের ইচ্ছাই এই কমিটি থেকে তারা পদত্যাগ করেন।