ময়মনসিংহ ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

হাতিয়ায় আগুনে ৭টি দোকান পুড়ে ছাই: ২কোটি টাকার ক্ষতি আশংকা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৮:৪৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • / ৩৭৯ বার পড়া হয়েছে

জি এম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। শুক্রবার (১১ মার্চ) ভোর পোনে ৫ টার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ৬নং খাসের হাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে কয়েকজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাদের মধ্যে সিপিপি কর্মী মনোজ ধর এর অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পোনে ৫ টার দিকে বাজারের খাবারের হোটেলের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের দোকানে গ্যাসের সিলিন্ডার থাকায় তা বিস্পোরন হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষনা করা হলে বাজারে থাকা ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে হাতিয়া স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুন দ্রæত ছড়িয়ে পড়ায় পাশের মুদি, কসমেটিকস, ইলেকট্রনিক্স, টিন, হার্ডওয়ার ও খাবারের হোটেলসহ সাতটি দোকানের মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
হাতিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাসের সিলিন্ডারের দোকান থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

হাতিয়ায় আগুনে ৭টি দোকান পুড়ে ছাই: ২কোটি টাকার ক্ষতি আশংকা

আপলোড সময়: ০৮:৪৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২

জি এম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অগ্নিকান্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। শুক্রবার (১১ মার্চ) ভোর পোনে ৫ টার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের ৬নং খাসের হাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে কয়েকজন স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাদের মধ্যে সিপিপি কর্মী মনোজ ধর এর অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পোনে ৫ টার দিকে বাজারের খাবারের হোটেলের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পাশের দোকানে গ্যাসের সিলিন্ডার থাকায় তা বিস্পোরন হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষনা করা হলে বাজারে থাকা ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে হাতিয়া স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুন দ্রæত ছড়িয়ে পড়ায় পাশের মুদি, কসমেটিকস, ইলেকট্রনিক্স, টিন, হার্ডওয়ার ও খাবারের হোটেলসহ সাতটি দোকানের মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
হাতিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাসের সিলিন্ডারের দোকান থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।