ত্রিশালে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ফকিরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপলোড সময়: ০৯:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ২৫৮ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ-দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি আ ন ম ফারুকের শশুর ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুজ্জামান ফকির (৮০) বৃহস্পতিবার দুপুর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ।(ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মরহুম শামসুজ্জামান ফকির ইতিপূর্বে উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
(১০ মার্চ) বাদ মাগরিব উপজেলার সাখুয়া ফকির বাজার হাইস্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ফকির এর দাফনের আগে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান , সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ , বীরমুক্তিযোদ্ধাগন , এলাকার
গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক মহল শোক প্রকাশ করেছেন।