বিশেষ প্রতিনিধিঃ টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, নারী উদ্যোক্তা জেলা অ্যাম্বাসেডর মাহজেবিন প্রমুখ।