গত ০৬ মার্চ: ২০২২খ্রি: তারিখে দৈনিক আজকের সংবাদ পত্রিকায় প্রচারিত“ভালুকায় অবৈধভাবে দখল হচ্ছে বনভূমি” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে পরিবেশন করা হয়েছে। হবিরবাড়ী মৌজার ১৫৪ নং দাগে জনৈক জহিরুল ইসলাম অসৎ উদ্দেশ্যে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করলে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভালুকা রেঞ্জ কর্মকর্তা এবং হবিরবাড়ী বিটের বিট কর্মকর্তা ও সকল স্টাফসহ (গত ৩মার্চ) ঘটনা স্থলে গিয়ে ভেঙে গুড়িয়ে সকল মালামাল জব্দ করা হয়েছে। যা ভালুকা রেঞ্জ কর্মকর্তা স্যারের ফেইসবুক আইডিতে ভিডিও সহ আপলোড করা আছে। যেখানে ৩মার্চ উচ্ছেদ অভিযান করে সকল মালামাল জব্দ করা হয়েছে সেই ঘটনা কে ০৬মার্চ তারিখে দেখানো হয়েছে জবর দখল, এতেই প্রতীয়মান হয় যে সংবাদটি মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত, উক্ত মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্পুর্ন মিথ্যা ও ভিত্তি হীন এই সংবাদটি বনবিভাগকে হেয় প্রতিপন্ন করার জন্যই প্রকাশ করা হয়েছে। আমি এসব কাল্পনিক মিথ্যা ও বানোয়াট তথ্যে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক মহলকে বিনীত ভাবে অনুরুধ জানাচ্ছি।
অনুরুধ ক্রমেঃ-
মোঃ আবু হাসেম চৌধুরী
বিট কর্মকর্তা,হবিরবাড়ী বনবিট
ভালুকা রেঞ্জ,ময়মনসিংহ।