ভালুকায় এম.এসএসএস ফিড মিলস্’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আপলোড সময়: ০৯:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ২৩৮ বার পড়া হয়েছে
শফিকুল ইসলাম সবুজঃ ময়মনসিংহের ভালুকায় পোল্ট্রি ও মৎস্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এম. এসএসএস ফিড মিলস্’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৪ মার্চ) বিকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, এম. এসএসএস ফিড মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুরাদ সরকার বিপ্লব।পরে তার সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ভালুকা উপজেলার সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী প্রমূখ। এম. এসএসএস ফিড মিলস্’র আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন মিলস্ কর্তৃপক্ষ।