হাতিয়ায় পৌরসভা ছাত্রদলের উদ্যোগে টেক বেক বাংলাদেশের দাবীতে গণসমাবেশ

- আপলোড সময়: ০২:১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ৪১৫ বার পড়া হয়েছে

জি এম ইব্রাহিম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা নিঃশর্ত স্থায়ী মুক্তি গণতন্ত্র পুনরুদ্ধার দ্রব্য মুল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রন টেকবেক বাংলাদেশের দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকালে জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমেনীন বাবলুর বাসভবনের সামনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌরসভা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বি এন পির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমেনীন বাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বি এন পির সিনিয়র সহ সভাপতি প্রফেসর মোকাররম বিল্লা শাহাদাত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জি এম ইব্রাহিম, মোঃ ফাহিম উদ্দিন, আজগর হোসেন মঞ্জু, মোঃ কামাল উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, রিপন চন্দ্র দাস প্রমুখ।