ময়মনসিংহ ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় পঙ্গু মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা: থানায় অভিযোগ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • / ২৪৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা ভরাডোবা গ্রামে এক পঙ্গু মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে রোববার দুপুরে মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মুক্তিযোদ্ধা হাসমত আলীর (মুক্তিযোদ্ধা গেজেট নম্বর-৪৭১৬) সাথে ভরাডোবা মৌজায় ঘরসহ কতক জমি নিয়ে একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম গংদের বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে প্রতিপক্ষরা জোড়পূর্বক ওই জমিতে ইটের ঘর নির্মাণ শুরু করেন। পরে নিরোপায় হয়ে হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে রোববার দুপুরে মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে শফিকুল ইসলাম জানান, এই জমিতে তার মায়ের পৈত্রিক সূত্রে অধিকার রয়েছে। তাই তারা ঘর নির্মান করছেন। আগামী মঙ্গলবার স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে বসবেন বলেও তিনি জানান।
ভালুকা মডেল থানার ওসি মো: কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। আগামী বুধবার দু’পক্ষকেই থানায় আসতে বলেছি।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, মুক্তিযোদ্ধার ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে আমার কাছে একটি অভিযোগ নিয়ে আসেন। পরে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় পঙ্গু মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা: থানায় অভিযোগ

আপলোড সময়: ১২:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা ভরাডোবা গ্রামে এক পঙ্গু মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে রোববার দুপুরে মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মুক্তিযোদ্ধা হাসমত আলীর (মুক্তিযোদ্ধা গেজেট নম্বর-৪৭১৬) সাথে ভরাডোবা মৌজায় ঘরসহ কতক জমি নিয়ে একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম গংদের বিরোধ চলে আসছিলো। এরই জের হিসেবে প্রতিপক্ষরা জোড়পূর্বক ওই জমিতে ইটের ঘর নির্মাণ শুরু করেন। পরে নিরোপায় হয়ে হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে রোববার দুপুরে মডেল থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে শফিকুল ইসলাম জানান, এই জমিতে তার মায়ের পৈত্রিক সূত্রে অধিকার রয়েছে। তাই তারা ঘর নির্মান করছেন। আগামী মঙ্গলবার স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে বসবেন বলেও তিনি জানান।
ভালুকা মডেল থানার ওসি মো: কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। আগামী বুধবার দু’পক্ষকেই থানায় আসতে বলেছি।
উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, মুক্তিযোদ্ধার ছেলে হাবিবুর রহমান বাদল বাদী হয়ে আমার কাছে একটি অভিযোগ নিয়ে আসেন। পরে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।