ময়মনসিংহ ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০২:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৪৮ বার পড়া হয়েছে

বিশেষ  প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচ গাও গ্রামের কৃষক কুদ্রত মিয়ার বাড়ীর পাশে লোকালয়ে আসা বিরল প্রজাতির এক বন্য প্রাণী আটক করেছে গ্রামবাসী। প্রাণীটি দেখতে খানিকটা মেছো বাঘ সাদৃশ্য অথবা বন বিড়ালের মতো। প্রাণীটির সারা দেহে ডোরাকাটা বাঘের মত। চোখ দুটি বন বিড়ালের মত বড় বড়। ধারণা করা হচ্ছে এটা মেছো বাঘের বাচ্চা বা বিড়ালের প্রজাতি। এটার গায়ের রং ডোরাকাটা ধুসর। লম্বায় প্রায় ২থেকে ৩ফুট। গায়ে অনেক লোম।এমন প্রাণী এর আগে এই এলাকায় কেউ দেখেননি বলে জানান গ্রামবাসী। পাঁচ গাও গ্রামের কুদ্রত আলী জানান,শুক্রবার বিকালে আমার লেবু বাগানের পাশের একটি গাছে এই প্রাণীটি দেখতে পেয়ে আমার ছোট ভাই আজমত আলী সাথে লোকজন নিয়ে জাল দিয়ে দৌরিয়ে ধরে ফেলে। বিরল জাতের বন্য প্রাণী আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রাণীটিকে এক নজর দেখার জন্য ভিড় করে।তিনি জানান, প্রাণীটি বাঁধা সত্বেও বাঘের মত লাফ দেয় এবং গংরানী করে হুংকার দেয়। উথুরা রেঞ্জের রেঞ্জার হারুন অর রশিদ মুঠোফোনে জানান, বন্য প্রাণীটি আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। আমি ছবিতে দেখলাম এটা মেছো বাঘ। তাকে উদ্ধার করে কোন গভীর জঙ্গলে অবমুক্ত করা হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক

আপলোড সময়: ০২:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

বিশেষ  প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচ গাও গ্রামের কৃষক কুদ্রত মিয়ার বাড়ীর পাশে লোকালয়ে আসা বিরল প্রজাতির এক বন্য প্রাণী আটক করেছে গ্রামবাসী। প্রাণীটি দেখতে খানিকটা মেছো বাঘ সাদৃশ্য অথবা বন বিড়ালের মতো। প্রাণীটির সারা দেহে ডোরাকাটা বাঘের মত। চোখ দুটি বন বিড়ালের মত বড় বড়। ধারণা করা হচ্ছে এটা মেছো বাঘের বাচ্চা বা বিড়ালের প্রজাতি। এটার গায়ের রং ডোরাকাটা ধুসর। লম্বায় প্রায় ২থেকে ৩ফুট। গায়ে অনেক লোম।এমন প্রাণী এর আগে এই এলাকায় কেউ দেখেননি বলে জানান গ্রামবাসী। পাঁচ গাও গ্রামের কুদ্রত আলী জানান,শুক্রবার বিকালে আমার লেবু বাগানের পাশের একটি গাছে এই প্রাণীটি দেখতে পেয়ে আমার ছোট ভাই আজমত আলী সাথে লোকজন নিয়ে জাল দিয়ে দৌরিয়ে ধরে ফেলে। বিরল জাতের বন্য প্রাণী আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রাণীটিকে এক নজর দেখার জন্য ভিড় করে।তিনি জানান, প্রাণীটি বাঁধা সত্বেও বাঘের মত লাফ দেয় এবং গংরানী করে হুংকার দেয়। উথুরা রেঞ্জের রেঞ্জার হারুন অর রশিদ মুঠোফোনে জানান, বন্য প্রাণীটি আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। আমি ছবিতে দেখলাম এটা মেছো বাঘ। তাকে উদ্ধার করে কোন গভীর জঙ্গলে অবমুক্ত করা হবে।