মঠবাড়িয়ায় চেয়ারম্যান-মেম্বারদের শপথ অনুষ্ঠান

- আপলোড সময়: ০১:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ২৫৪ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়াম্যান-মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথমে সংরক্ষিত ও সাধারণ মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে ৪টি ইউনিয়নের চারজন নির্বাচিত চেয়ারম্যান ও ৪৮ জন সংরক্ষিত ও সাধারণ সদস্যরা অংশ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠান পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম), উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজিম উল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান সিফাত, ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান রাহাত, ইউপি সদস্য মারুফা জান্নাত ও ইসমাইল হোসেন প্রমুখ।