হাতিয়ায় প্রানীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
- আপলোড সময়: ১২:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ২৬০ বার পড়া হয়েছে
জি এম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: হাতিয়া উপজেলায় সফল খামারিদের পুরস্কৃত করাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক এ প্রর্দশনীর আয়োজন করা হয়।উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: মো: ফখরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট কেফায়েত উল্লাহ, কৃষি অফিসার নুরুল ইসলাম, ইন্সট্রাক্টর মো:আকবর হোসেন, মৎস অফিসার অনিল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা মানছুরুল হক, প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: আতাউর রহমান প্রমূখ।