শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (২২) নামের এক হামজা ট্রলি চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মঠবাড়িয়ার সাপলেজা-হোগলপাতি সড়কের সাপলেজা হাইস্কুল সংলগ্ন ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল উপজেলার বেতমোর গ্রামের নুরুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে হামজা ট্রলি চালিয়ে বেতমোর থেকে চরদুয়ানী যাবার পথে সাপলেজা বাজার সংলগ্ন ব্রিজের ডালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়ি চালক কামরুল ও গাড়িতে থাকা ইব্রাহিম (২২) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হন্তান্তর করা হয়েছে।