হাতিয়ায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

- আপলোড সময়: ০৮:২৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ৩২২ বার পড়া হয়েছে

জি এম ইব্রাহীম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার অটোরিকশা চালক তারেক হোসেন (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম হাট হাজারী মডেল থানা পুলিশ। সোমবার (১৪ ফেব্রæয়ারী) রাত ৮টার দিকে চট্টগ্রামের হাট হাজারি উপজেলার দাতারাম সড়কের ইলেকসিটি মূল গেইটের সামনে থেকে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত তারেক হোসেন (১৭) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা ৬নং ওয়ার্ড পন্ডিত দালালের বাড়ি মো:বেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে গলাকাটা অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে হাট হাজারি থানা পুলিশকে খবর দেয়, পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত তারেকের সাথে থাকা অন্য অটোরিক্সা চালকেরা তার পরিচয় নিশ্চিত করেন।
এখবর হাতিয়া তারেকের গ্রামের বাড়িতে পৌছালে স্বজনদের মাঝে দেখা দেয় শোকের মাতম। মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারী) সকালে সন্তানের লাশ গ্রহনের জন্য বাবা-মা চট্টগ্রামের উদ্যেশ্যে রওনা দেন।
হাট হাজারি উপজেলার মধ্যম মাদ্রাসার ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইউছুপ উদ্দিন জানান, ঘটনাস্থলটি অনেক বেশি অন্ধকার হওয়াই প্রতিনিয়ত ছিনতাইসহ একাধিক খুনের ঘটনা ঘটছে। খুব দ্রæত লাইটের ব্যবস্থা করাসহ প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
হাটহাজারি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, কি কারণে খুন হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।