ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত গ্লোরী ডাইং কারখানায় বেতন বোনাস ও নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। বুধবার বিকেল থেকে সন্ধ্য রাত সাড়ে ৭ টা পর্যন্ত কারখানার ভিতের এই কর্মসূচি পালন করে শ্রমিকরা। শিল্প পুলিশ -৫ ময়মনসিংহ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবীর বিষয়ে আস্বাস দিলে শ্রমিকরা শান্ত হন। আন্দোলরত শ্রিকরা জানান, তারা ওই কারখানাতে চারটি সেকশনে প্রায় ৬ হাজার নারী পুরুষ কাজ করছেন। শ্রমিকরা অভিযোগ করে বলেন, প্রতি মাসের ৭ তারিখে তাদের বেতন দেয়ার কথা কিন্তু ৯ তারিখ চলে গেলেও তারা বেতন পাচ্ছেন না। তাদের অভিযোগ বোনাস, অভারটাইম থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। এমন কি শারীরিক সমস্যা দেখা দিলে ছুটি পাওয়া যায় না, ছুটি চাইলে গালাগাল করে কর্মকর্তারা।
কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) প্রিতেস সাহা জানান, শ্রমিকদের দাবীর বিষয়টি নিয়ে আলোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।