শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: সম্প্রতি বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ইসমাইল হোসেন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে সাগরে অবস্থানরত জেলেরা। জেলেরা নিখোঁজ ইসমাইলের মরদেহ উদ্ধার করে রোববার বিকেলে মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামে নিয়ে আসে। এসময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত ইসমাইল উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের আব্দুল আজিজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার জানখালী গ্রামের ১০ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও ইসমাইল হোসেন ও অপর দুইজন নিখোঁজ হন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রায় ১০ দিন আগে স্থানীয় মো. হারুনের ট্রলারে বঙ্গোপসাগরে ১০ জেলে মাছ ধরতে সাগরে যান। গত শুক্রবার (৪ ফেব্রæয়ারী) রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও ইসমাইল হোসেন ও উপজেলার ছোট মাছুয়া গ্রামের নূরুল ইসলাম সর্দারের ছেলে আলমগীর হোসেন সর্দার ও একই গ্রামের মৃত হাকিম হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া নিখোঁজ হন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.