ময়মনসিংহ ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ার সবচেয়ে বড় ৯৬ ফুট উচু কালীপ্রতিমার পূজা মঠবাড়িয়ায় লক্ষাধিক মানুষের পদচারণায় মুখরিত ঠাকুর বাড়ি

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৪৯ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মঠবাড়িয়া গ্রামের নির্মল চাঁদ ঠাকুর বাড়িতে ৯৬ ফুট উচু” বড়দা কালী প্রতিমার পূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ বিশালাকৃতির কালী প্রতিমার পূজা রোববার শেষ হবে। স্বরস্বতী পূজার আগের দিন রাত থেকে তিন দিনব্যাপী এ বড়দা কালী পূজা ও স্বরস্বতী উৎসব ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষের পদচারণা ঘটে উপজেলা বহেরাতলা এলাকার এ ঠাকুর বাড়িতে। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে এবং বিভিন্ন ধর্মের অগণিত নারী-পুরুষের পদচারণা ঘটে এখানে। এ বড়দা কালি পূজা উৎসব ঘিরে উৎসবস্থলে মেলা ও অনুষ্ঠিত হচ্ছে। মন্দিরের সেবায়েত সন্তোষ মিস্ত্রী জানান, গত ৩২ বছর ধরে এ ঐতিহ্যবাহী কালি পূজা শুরু হয়ে টানা তিন দিন উৎসব চলে। ১৯৯০ সালে প্রথমে তিন ফুট উচ্চতার কালী প্রতিমা দিয়ে এ মন্দির প্রাঙ্গণে পূজা শুরু হয়। প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়তে বাড়তে এবার ৯৬ ফুটের প্রতিমা নির্মিত হয়। এ ছাড়াও ৯৮ ফুট লম্বা মহাদেব প্রতিমাও নির্মাণ করা হয়েছে। কালী পূজার আয়োজক শ্রী নির্মল চন্দ্র চাঁদ ঠাকুর জানান, ৩২ বছর ধরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। একবার গায়ে জলবন্ত (গুটি) রোগে মহামারি দেখা দেয়। হরি মন্দিরের সেবায়েত স্বপ্নে কালী পূজা দেওয়ার জন্য নির্দেশনা পান। এরপর থেকে প্রতিবছর এ কালী পূজার আয়োজন চলে আসছে। ভবিষ্যতেও এ পূজা চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, এত বড় কালী প্রতিমা এশিয়ার কোনো দেশে আছে কি না আমার জানা নেই, এটাই হয়তো এশিয়ার সবচেয়ে বড় কালী প্রতিমা।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

এশিয়ার সবচেয়ে বড় ৯৬ ফুট উচু কালীপ্রতিমার পূজা মঠবাড়িয়ায় লক্ষাধিক মানুষের পদচারণায় মুখরিত ঠাকুর বাড়ি

আপলোড সময়: ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মঠবাড়িয়া গ্রামের নির্মল চাঁদ ঠাকুর বাড়িতে ৯৬ ফুট উচু” বড়দা কালী প্রতিমার পূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ বিশালাকৃতির কালী প্রতিমার পূজা রোববার শেষ হবে। স্বরস্বতী পূজার আগের দিন রাত থেকে তিন দিনব্যাপী এ বড়দা কালী পূজা ও স্বরস্বতী উৎসব ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষের পদচারণা ঘটে উপজেলা বহেরাতলা এলাকার এ ঠাকুর বাড়িতে। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে এবং বিভিন্ন ধর্মের অগণিত নারী-পুরুষের পদচারণা ঘটে এখানে। এ বড়দা কালি পূজা উৎসব ঘিরে উৎসবস্থলে মেলা ও অনুষ্ঠিত হচ্ছে। মন্দিরের সেবায়েত সন্তোষ মিস্ত্রী জানান, গত ৩২ বছর ধরে এ ঐতিহ্যবাহী কালি পূজা শুরু হয়ে টানা তিন দিন উৎসব চলে। ১৯৯০ সালে প্রথমে তিন ফুট উচ্চতার কালী প্রতিমা দিয়ে এ মন্দির প্রাঙ্গণে পূজা শুরু হয়। প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়তে বাড়তে এবার ৯৬ ফুটের প্রতিমা নির্মিত হয়। এ ছাড়াও ৯৮ ফুট লম্বা মহাদেব প্রতিমাও নির্মাণ করা হয়েছে। কালী পূজার আয়োজক শ্রী নির্মল চন্দ্র চাঁদ ঠাকুর জানান, ৩২ বছর ধরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। একবার গায়ে জলবন্ত (গুটি) রোগে মহামারি দেখা দেয়। হরি মন্দিরের সেবায়েত স্বপ্নে কালী পূজা দেওয়ার জন্য নির্দেশনা পান। এরপর থেকে প্রতিবছর এ কালী পূজার আয়োজন চলে আসছে। ভবিষ্যতেও এ পূজা চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, এত বড় কালী প্রতিমা এশিয়ার কোনো দেশে আছে কি না আমার জানা নেই, এটাই হয়তো এশিয়ার সবচেয়ে বড় কালী প্রতিমা।