“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

- আপলোড সময়: ১২:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৪২ বার পড়া হয়েছে

গত ২৫ জানুয়ারী: ২০২২ খ্রি: তারিখে দিগন্তবার্তা (অনলাইন) নিউজ পোর্টালে প্রচারিত “ভালুকায় বনমন্ত্রীর নির্দেশও মানছেনা স্থানীয় বনবিভাগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে পরিবেশন করা হয়েছে। গত ১ জানুয়ারী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাবুদ্দিন এমপি মহোদয় বনবিভাগের ভালুকা জোনের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভবন উদ্ভোদন কালে করাত কল উচ্ছেদের নির্দেশনা অনুযায়ী ভালুকা রেঞ্জের অধীনে যে কয়টি অ-অনুমোদিত করাত কল রয়েছে (স্ব-মিল) সব কয়টিকে বন্ধের নোটিশ দেয়া হয়েছে এবং বন্ধ করার লক্ষে বিদ্যুৎ বিচ্ছিন্ন করনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কাদিগড় জাতীয় উদ্যান ঘোষণার পর হইতে এযাবৎ কোন প্রকার গাছ কাটা যায়নি। বনবিভাগক অনৈতিক সুবিধা নেওয়ার কথাটি আদৌ সত্য নয়। ভালুকায় ইউপি নির্বাচন চলাকালীন সময়ে ম্যাজিস্টেট চেয়ে আবেদন করেও ম্যাজিস্ট্রেট না পাওয়ার কারণে অভিযান করা সম্ভব হয়ে উঠেনি। উক্ত সংবাদে মিথ্যা ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। উদ্দেশ্য প্রনোদিত ভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তি হীন। সংবাদটি বনবিভাগকে হেয় প্রতিপন্ন করার জন্যই এসব কাল্পনিক মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে । আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক মহলকে বিনীত ভাবে অনুরুধ জানাচ্ছি।
অনুরোধ ক্রমে
১/ মোঃ আবু হাসেম চৌধুরী
বিট কর্মকর্তা
হবিরবাড়ী বন বিট
ভালুকা রেঞ্জ,ময়মনসিংহ।
২/ মোঃ ফিরোজ আল-আমীন বিট কর্মকর্তা, কাদিগড় বন বিট,ভালুকা রেঞ্জ ,ময়মনসিংহ।
৩/ এস.এম মোস্তাফিজুর রহমান
বিট কর্মকর্তা,মল্লিক বাড়ি বন বিট,
ভালুকা রেঞ্জ ,ময়মনসিংহ।