ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ীতে বনবিভাগ উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং হানিফ (৩০) নামে একজনকে আটক করে আদালতে সোপর্দ করে।
বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানাযায় রবিবার (৩০ জানুয়ারী) ভোরে উপজেলার হবিরবাড়ী বিটের অধীনে কড়ইতলী এলাকায় ৭৭৮দাগে স্থানীয় আজিজুল ও শাহাবুদ্দিনের নেতৃত্বে জনৈক লতিফুর বনভূমি জবরদখল করে স্থাপনা নির্মাণ শুরু করে। খবর পেয়ে স্থানীয় বনবিভাগ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলী গ্রামে মৃত মজিবর রহমানের ছেলে মোঃ হানিফ কে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
এসময় হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ আবু হাসেম চৌধুরীর নেতৃত্বে মল্লিকবাড়ি বিট কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, মেহেরাবাড়ী ক্যাম্প ইনচার্জ সাফেরুজ্জামান, ফরেষ্টার কুদরত আলী, আব্দুল কুদ্দুস, মো.কামাল হোসেন, পারভেজ, মোস্তফা'সহ হবিরবাড়ী, মেহেরাবাড়ী, কাদিগড়, মল্লিকবাড়ীবিটের সকল স্টাফ অংশ নেয়। হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ আবু হাসেম চৌধুরী বলেন আমাদের এ অভিযান অব্যহত থাকবে এবং পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.