ময়মনসিংহ ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু, থানায় মামলা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • / ১৮১ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বেপরোয়া মোটরসাইকেল চাপায় সামি নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে বুধবার সকালে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, মঙ্গলবার (১৮জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামে প্যারাগন ফ্যাক্টরী সামনে একটি আরটিআর মোটরসাইকেল চাপায় উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামে এলাকার শামছুল হকের ছেলে রবিউল ইসলাম সামি (৭)’র গুরুত্বর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামাল হোসেন বলেন, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল দিয়ে রাস্তার সাইটে দাড়িয়ে থাকা শিশু সামিকে ধাক্কা দেয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ ব্যাপারে বুধবার সকালে নিহতের পিতা শামছুল হক বাদী হয়ে একই এলাকার কালুর ছেলে হৃদয় (২১)কে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মটরসাইকেলটি জব্ধ করা গেলেও হৃদয় পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু, থানায় মামলা

আপলোড সময়: ১০:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বেপরোয়া মোটরসাইকেল চাপায় সামি নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে বুধবার সকালে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, মঙ্গলবার (১৮জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামে প্যারাগন ফ্যাক্টরী সামনে একটি আরটিআর মোটরসাইকেল চাপায় উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামে এলাকার শামছুল হকের ছেলে রবিউল ইসলাম সামি (৭)’র গুরুত্বর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামাল হোসেন বলেন, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল দিয়ে রাস্তার সাইটে দাড়িয়ে থাকা শিশু সামিকে ধাক্কা দেয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ ব্যাপারে বুধবার সকালে নিহতের পিতা শামছুল হক বাদী হয়ে একই এলাকার কালুর ছেলে হৃদয় (২১)কে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মটরসাইকেলটি জব্ধ করা গেলেও হৃদয় পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে।