এ ব্যাপারে গাড়িতে থাকা ট্রাকের চালক গুরুগু পোচায়া কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।বিস্ফোরক নিয়ে আসা গাড়ির নাং এপি ২৪টিসি ৩৪৮৮।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান,ভারত থেকে ১১ টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে বিস্ফোরকবাহী ট্রাকের একজন হেলপার সোমবার রাতে কোন এক সময় অজ্ঞাত কারণে ট্রাকের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ৩১ নম্বর ইর্য়াডে অবস্থিত ভারতীয় ট্রাকের ভিতর থেকে মরাদেহ উদ্ধার করেছে।
ঘটনা স্থলে যশোর পুলিশের নাভারন সার্কলের এএসপি জুয়েল ইমরান,বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান পরিদর্শন করেছেন।