নিবাচন পরবর্তী সহিংসতা মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীর ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা গ্রেফতার-২
- আপলোড সময়: ০৩:৩৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ২০৫ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত ৫ম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়ায় দুই সন্তানের জননী কাজল বেগম এর ওপর হামলা এবং গোয়াল ও রান্নাঘর ভাংচুরের ঘটনায় শনিবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার কাজল বেগম বাদী হয়ে ১৩ জন এজাহার নামীয় ও ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেন। কাজল বেগম বড়মাছুয়ার ঠুঠাখালী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। এঘটনায় থানা পুলিশ হামলাকারী পিতা ইয়াকুব ও পুত্র জাকারিয়া প্যাদাকে গ্রেফতার করেছে।
শহিদুল ইসলাম জানান, সদ্য সমাপ্ত ৫ম ধাপের ইউপি নির্বচানে নৌকা প্রতীকের প্রার্থী আয়েশা আক্তার মনির পক্ষে কাজ করি। এতে বিজয়ী বিদ্রোহী প্রার্থী নাসির হাওলাদারের সমর্থক একই এলাকার ইয়াকুব ও তার দুই ছেলে জাকারিয়া ও ঈসা ১০/১৫ জনের একটি দল ক্ষুব্দ হয়ে শনিবার সকালে আমার গোয়াল ও রানśাঘরে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে। এসময় আমার স্ত্রী কাগজ বেগম বাঁধা দিলে প্রতিপক্ষের এলোপাথারী কিল, ঘুষির আঘাতে সে মাটিতে লুটে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।