ভালুকায় ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৬

- আপলোড সময়: ১২:১৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ৮২৫ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৩১ জানুয়ারী ইউপি নির্বাচনের শুক্রবার (১৪জানুয়ারী) সকালে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। বিকালে হবিরবাড়ীর ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী রেজাউল করিম রিপন ঘোড়া প্রতীক বরাদ্ধ পেয়ে মটরসাইকেল শোডাউন করে যাওয়ার সময় নৌকার প্রার্থী তোফায়েল আহম্মেদ বাচ্চুর বাসার সামনে আসলে নৌকার সমর্থকরা সতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় সতন্ত্র প্রার্থীর ৬জন সমর্থক সুলায়মান, ইসমাইল হোসেন, রাব্বি, হানিফ, সুজন ও মুতাহার হোসেন আহত হয়। ৬টি মোটরসাইকেল ভাংচুর করার কথা জানিয়েছেন সতন্ত্র প্রার্থী রেজাউল করিম রিপন। এ বিষয়ে নৌকার প্রার্থী তোফায়েল আহম্মেদ বাচ্চু বলেন, আমার বাসার সামনে দিয়ে সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মটরসাইকেল শোডাউন করে যাওয়ার সময় এ জাতীয় কোন ঘটনা ঘটেনি। তারা আমার উপর অপপ্রচার চালাচ্ছে। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, সংঘর্ষের সংবাদ পেয়েছি ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।